গণিত থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) আমের কেনা দামের 20% কম করার পর একজন ব্যক্তি 15 টাকায় আরো 12 টি বেশি আম কিনতে পারে । দাম কমানোর পূর্বে প্রতিটি আমের কেনা দাম কত ছিল ?
A) 30.25 পয়সা
B) 31.05 পয়সা
C) 21.25 পয়সা
D) 31.25 পয়সা

62) এক ব্যক্তি তিন লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনে তার 25 % জমি বিক্রি করলেন 25% ক্ষতিতে এবং 40 শতাংশ জমি 25% লাভে বিক্রি করলেন । সামগ্রিক 15% লাভ করতে হলে তাকে অবশিষ্ট জমি বিক্রি করতে হবে কত টাকায় ?
A) 1,45,000 টাকা
B) 1,34,500 টাকা
C) 1,38,750 টাকা
D) 1,37,500 টাকা

63) 6 + 6 ÷ 6 + 6 x 6 - 6=?
A) 38
B) 37
C) 36
D) 35

64) একটি রাস্তার দৈর্ঘ্য 23 কিলোমিটার 75 মিটার । যদি পৌরসভা রাস্তাটির উভয় পাশে 325 মিটার অন্তর অন্তর গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় তবে কতগুলি গাছ লাগানো যাবে ?
A) 72
B) 146
C) 71
D) 144

65) নিম্নের কোন ভগ্নাংশটি 1/5 এর থেকে ছোট
A) 8/35
B) 8/37
C) 2/11
D) 8/39

66) দুটি টেবিল এবং তিনটি চেয়ারের মিলিত দাম 3500 টাকা এবং তিনটি টেবিল ও দুটি চেয়ারের মিলিত দাম 4000 টাকা। একটি টেবিলের দাম কত?
A) 1500 টাকা
B) 1000 টাকা
C) 500 টাকা
D) 750 টাকা

67) একজন মহিলার কাছে 25 পয়সা ও 50 পয়সার কয়েন রয়েছে। তার কাছে মোট 120 টি কয়েন আছে যাদের মূল্য 50 টাকা। 25 পয়সা ও 50 পয়সার কয়েন এর সংখ্যা কত ?
A) 40,80
B) 70,50
C) 90,30
D) 60,60

68) কোন পরীক্ষায় এক বালককে কোন একটি সংখ্যার 3/14 অংশ বার করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটির 3/4 অংশ নির্ণয় করল এবং সঠিক উত্তর এর তুলনায় 150 বেশি এল। সংখ্যাটি কত?
A) 170
B) 240
C) 280
D) 290

69) 60 জন বালক বালিকার মধ্যে 43.50 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে প্রত্যেক বালক 75 পয়সা এবং প্রত্যেক বালিকা 60 পয়সা পায়। বালিকার সংখ্যা নির্ণয় করো।
A) 15
B) 12
C) 10
D) 8

70) 1 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তায় ল্যাম্পপোস্ট লাগাতে হবে। রাস্তাটির শুরু এবং শেষে অবশ্যই একটি করে ল্যাম্পপোস্ট থাকবে। যদি 25 মিটার অন্তর ল্যাম্পপোস্ট গুলো বসানো হয় তবে ল্যাম্পপোস্টের সংখ্যা কটি?
A) 41
B) 51
C) 61
D) 42

71) একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে রওনা দিলো।প্রথম স্টেশনে ট্রেনের যাত্রীসংখ্যার 1/3 অংশ নেমে গেল এবং 96 জন যাত্রী উঠলো। পরের স্টেশনে ট্রেনের যাত্রী সংখ্যার অর্ধেক নেমে গেল এবং 12 জন নতুন যাত্রী ট্রেনে উঠল। এখন যদি ট্রেনে যাত্রী সংখ্যা 240 হয়, তবে প্রথমে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল ?
A) 540
B) 600
C) 444
D) 430

72) একটি কৃষক তার 300 মিটার জমির অর্ধেক জমিতে গম চাষ করল, বাকি জমির 1/3 অংশে সে তৈলবীজ চাষ করল এবং বাকি জমির 1/4 অংশে খামার খুলল। বাকি জমির অর্ধেক অংশে সে কিছু চাষ করবে না স্থির করলো। এখন যে জমি বাকি থাকল তার 1/3 অংশে একটি পুকুর খনন করল। এখন বাকি জমিতে সে ফুল চাষ করল । সে মোট জমির কত অংশে ফুল চাষ করেছিল?
A) 1/144
B) 1/12
C) 1/24
D) 1/36

73) একটি ব্যাগে সমান সংখ্যক 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা আছে। যদি ব্যাগের মধ্যে 22.50 টাকা থাকে তবে প্রতিটি মুদ্রার সংখ্যা কত?
A) 30
B) 35
C) 40
D) 45

74) 74 কে দুটি অংশে এমনভাবে বিভক্ত করা হোল যাতে করে প্রথম অংশের 5 গুন এবং দ্বিতিয় অংশের 11 গুনের সমষ্টি হয় 454 ।অংশ দুটির মান কত ?
A) 14,60
B) 60,14
C) 30,44
D) উপরের কোনটি নয়

75) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয়, তা মূল সংখ্যা থেকে 18 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 8 । সংখ্যাটির তিনগুণ এর মান কত?
A) 159
B) 78
C) 105
D) কোনটি নয়

76) X বস্তুর মূল্য প্রতি বছর 40 টাকা করে বাড়ে এবং Y বস্তুর মূল্য প্রতি বছর 15 টাকা করে বাড়ে। যদি 1998 সালে X এবং Y বস্তুর মূল্য যথাক্রমে 420 টাকা ও 630 টাকা হয় তবে কোন বছরে X বস্তুর মূল্য Y বস্তুর মূল্য অপেক্ষা 40 টাকা বেশি হবে?
A) 2007
B) 2008
C) 2009
D) 2010

77) এক ব্যক্তি 5 দিনে 100 টি আঙ্গুর খায়। প্রতিদিন সে পূর্বের দিনের তুলনায় 6 টি আঙ্গুর বেশি খায়। প্রথম দিন সে ক'টি আঙ্গুর খেয়েছিল ?
A) 8
B) 12
C) 54
D) 76

78) 88935 সংখ্যাটির সঙ্গে কোন সংখ্যা গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হবে ?
A) 3
B) 5
C) 15
D) উপরের কোনটিই নয়

79) 12 কেজি চিনির মূল্য,6 কেজি চালের মূল্যের সমান। 10 কেজি চিনি ও 8 কেজি চালের মিলিত মূল্য 1040 টাকা। 1 কেজি চিনির মূল্য কত ?
A) 80 টাকা
B) 70 টাকা
C) 60 টাকা
D) 40 টাকা

80) এক ব্যাক্তি তার মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, ¼ অংশ 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তাঁর মূলধন কত ছিল ?
A) 6600 টাকা
B) 6000 টাকা
C) 5400 টাকা
D) 7200 টাকা